হাতির আক্রমণে রাঙামাটিতে পর্যটকের মৃত্যু
রাঙামাটিতে বেড়াতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেল এক পর্যটকের। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কাপ্তাই থেকে রাঙামাটি যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম অভিষেক পাল। তিনি ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সাথে থাকা বন্ধুরা জানায়, কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে সিএনজি অটোরিক্সাযোগে রাঙামাটি রওনা দেয়ার পর দুটি হাতির আক্রমণের শিকার হয় তারা। এসময় বাকিরা পালাতে সক্ষম হলেও পিষ্ট হয় অভিষেক।