চট্টগ্রামে শেষ হলো ফেইলড ক্যামেরা স্টোরিজ’র আয়োজনে বই বিনিময় উৎসব

0 248

চট্টগ্রামে শেষ হলো ফেইলড ক্যামেরা স্টোরিজ’র আয়োজনে দিনব্যপী বই বিনিময় উৎসব। “বই নয়, জ্ঞানের বিনিময়” এই স্লোগানকে সামনে রেখে ফেইলড ক্যামেরা স্টোরিজ চট্টগ্রামে বই পড়ুয়াদের জন্য করেছে ব্যতিক্রমী এই আয়োজন।

আজ ১১ মার্চ নগরীর জামাল খান মোড়ে দিনব্যাপী আয়োজন করা হয় বই বিনিময় উৎসব । ফেইলড ক্যামেরা স্টোরিজ মানুষের মাঝে বইয়ের মাধ্যমে জ্ঞানের বিনিময় করতে এমন সৃজনশীল উদ্যোগ নেয়।

বই বিনিময় উৎসব এর সদস্য মাহির আজরফ দেশী টোয়েন্টিফোরকে বলেন, আমরা মানুষের কাছে বই পৌঁছে দিতেই উদ্যোগ নিয়েছি এই ব্যতিক্রমী আয়োজনের। দিনব্যপী এই আয়োজনে ৫০জনের টিম নিয়ে বই বিনিময় করতে স্থাপন করা হয়েছে ১২টি বুথ। যার মাধ্যমে যে কেউ পছন্দ মতো একে অপরের বইয়ের সাথে এক্সচেইঞ্জ করতে পারছে। এ পর্যন্ত প্রায় ১০হাজারের বেশি বই বিনিময় করা হয়েছে।

বই প্রেমিদের অংশগ্রহণে অনলাইনে রেজিষ্ট্রেশনের পাশাপাশি সবার অংগ্রহণের সুবিধার্থে রাখা হয়েছে অনস্পট রেজিষ্ট্রেশন বুথ। বেলা বাড়তেই জামাল খান মোড়ে ভীড় বাড়তে থাকে বই প্রেমিদের। আনন্দে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ।

বই বিনিময় উৎসব এর সদস্য সাঈদ খান সাগর দেশী টোয়েন্টিফোরকে বলেন, দীর্ঘ সময় করোনায় থমকে থাকা পরিস্থতির পর আমরা বই প্রেমিদের উপচে পড়া ভীড় দেখে খুব আনন্দিত। আমরা বই নয়,জ্ঞানের বিনিময় করতে এই আয়োজন করেছি। বই বিনিময় উৎসবের মাধ্যমে আমরা সবার মাঝে নতুনভাবে আনন্দ ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি।

দেশে করোনার কারণে একুশে বইমেলা প্রায় একমাস পিছিয়ে নেওয়া হয়েছে। করোনায় বন্দীদশা সময় পার করেছে মানুষ। করোনা পরবর্তী সময়ে বই প্রেমিদের মাঝে ভিন্ন আমেজ দিতে একইসাথে বই নিয়ে সম্প্রীতির নতুন গল্প তৈরির জন্যই এমন ব্যতিক্রমী ইভেন্টের আয়োজন করেছে ফেইলড ক্যামেরা স্টোরিজ। চট্টগ্রামের বই পড়ুয়ারা একুশে বই মেলার আগেই নান্দনিক এই আয়োজন পেয়ে আনন্দে উদ্বেলিত। আগামীতেও এমন সুন্দর আয়োজনের প্রত্যাশা করছেন বই বিনিময় উৎসবে আসা বইপ্রেমিকরা।

Leave A Reply

Your email address will not be published.