চট্টগ্রমে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পীর মৃত্যু

0 254

চট্টগ্রামে মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার নাহার এগ্রো’র সামনে লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছে। গুরুতর আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার (১৩ মার্চ) ভোরে মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার নাহার এগ্রো’র সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। তারা দুই জনই একটি ব্যান্ড দলের সদস্য বলে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন।

তিনি বলেন, ‘একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি। মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তা ক্রস করে তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে হানিফ নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। এদের মধ্যে বিউটির অবস্থা আশঙ্কাজনক। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.