বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২১

0 293

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শত-বার্ষিকী এবং মুজিব শত বর্ষ উপলক্ষে শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজন বঙ্গবন্ধু আমন্ত্রণমুলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

আড়াই পয়েন্ট করে নিয়ে জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ. ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। দুই পয়েন্ট করে অর্জন করেছেন ৮ জন খেলোয়াড়। এরা হলেনঃ গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদে মাস্টার সুবব্রত বিশ্বাস, অনত চৌধুরী, শফিক আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

আমন্ত্রণমুলক পর্বের তৃতীয় রাউন্ডের খেলা আজ ১০মার্চ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

তৃতীয় রাউন্ডে খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া ফিদে মাস্টার পরাগকে, ফিদে মাস্টার আমিন ফিদে মাস্টার দেবরাজকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মিহির লাল দাসকে, ফিদে মাস্টার নাসির দেলোয়ার হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ ফিদে মাস্টার জাভেদকে, ফিদে মাস্টার মাহফুজ দিহানকে, গ্র্যান্ড মাস্টার রাজীব ক্যান্ডিডেট মাস্টার রবীনকে, ফিদে মাস্টার সুব্রত শামীমকে, অনত স্বর্নাভোকে, শফিক সাইফকে, সোহেল শরীয়তকে ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন মাসুমকে পরাজিত করেন।

আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার স্মরনের বিরুদ্ধে ওয়াক ওভার পান। অপরদিকে এনএসসি টাওয়ারের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা অনুর্ধ্ব-২১০০ এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে ১১ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ ফিদে মাস্টার ইউনুস হাসান, গোলাম মোস্তফা ভূঁইয়া, মোঃ আবু হানিফ, যদুনাথ বিশ্বাস, আফজাল হোসেন সাচ্চু, করীম এম শাহিন, মোর্তুজা মাহাথির ইসলাম, শেখ রাশেদুল হাসান, সব্যসাচী মন্ডল, জুয়েল খান ও মোঃ টিপু সুলতান। অনুর্ধ্ব-২১০০ রের্টিং পর্বের তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার ইউনুস হাসান মাজহারুলকে, গোলাম মোস্তফা বেলাল হোসেনকে, আবু হানিফ খন্দকার নজরে মাওলাকে, যদুনাথ দেওয়ান শহিদুল আমিনকে, সাচ্চু সৈয়দ সাজ্জাদকে, শাহিন গোলাম সারোয়ারকে, মোর্তুজা আরিফুল আমিনকে, রাশেদ মনিরুজ্জামানকে, সব্যসাচী শফিকুল ইসলামকে, জুয়েল বাবলু শেখকে ও টিপু মাহিন আহমেদ শুভকে পরাজিত করেন।

 

Leave A Reply

Your email address will not be published.