শিখেছি অনেক, এবার দেয়ার পালা-মুমিনুল

0 293

শিখেছি অনেক, এবার দেয়ার পালা। আমরা গেল ২০ বছর ধরে শিখছি। এখন যদি শিখতে চাই তাহলে ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবে শিখার শেষ নেই। খেলার মধ্য দিয়ে সবারই উন্নতির সুযোগ আছে। আমরা ম্যাচে জিততে না পারলে পুরো খেলা বা শেখার প্রক্রিয়াটা মূল্যহীন।

ঘরের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। আগামী এপ্রিলে শ্রীলঙ্কার মাঠে রাজকীয় ফরম্যাটে আবারও খেলবে বাংলাদেশ।

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আর শিখতে চাই না। ২০ ধরে আমরা শিখছি, এখন যদি আরও দশ বছর ধরে শিখতে চাই তাহলে আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। পুরো শেখার প্রক্রিয়াটাই মূল্যহীন হবে যদি ম্যাচ না জিতি।

আমি নিজ থেকেই প্রস্তুতি নিচ্ছি। টেস্ট স্কোয়াডের কিছু সদস্য দেশে আছে। বাকিরা (যারা টেস্ট দলের সদস্য) নিউজিল্যান্ডে আছে। আমি সবসময় আমার ত্রুটিগুলি নিয়ে কাজ করছি এবং এগুলো কীভাবে সংশোধন করা যায় সেগুলো নিয়েও কাজ করছি।

মুমিনুলের ভাষায়, দীর্ঘসময় ধরে কোনও ম্যাচ না হওয়া প্রস্তুতিও নিতে পারিনি। আমাদের মধ্যে কয়েকজন নিজেরাই ম্যাচ খেলেছিল তবে বাকিরা করোনাভাইরাসের কারণে মাঠে নামতে পারিনি।

মুমিনুল বলেন, আমাদের দ্রুত শিখতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে। এটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ না হলে আমরা র‌্যাংকিংয়ে উপরে উঠতে পারব না। এই অভিজ্ঞতা ও শেখার কোনো দাম নেই। আমাদের টেস্ট ক্রিকেটে শেখার চেয়ে বেশি জিততে হবে।

মুমিনুল আরো বলেন, আমি যখন অধিনায়ক হিসেবে আছি তখন তো কিছুটা চাপ নিতে হয়। তবে আমরা সবসময় ভালোটাই খেলতে চেষ্ট করি। নিউজিল্যান্ড সফরে আমাদের জেতার প্রচেষ্টাই বেশি থাকবে।

Leave A Reply

Your email address will not be published.