বাঁশখালীতে সুপারলীগের গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে বাগমারা ব্লুমিং পাওয়ার চ্যাম্পিয়ন
বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা এলাকায় সুপার লীগের গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় বাগমারা ব্লুমিং পাওয়ার।
গত শুক্রবার ১২মার্চ বিকেলে কাথরিয়া বাগমারা এলাকার সেবাখোলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বনাদ্বীতা করেন বাগমারা ইলেভেন স্টার বনাম বাগমারা ব্লুমিং পাওয়ার। এতে ১৯ রানে বাগমারা ইলেভেন স্টারকে পরাজিত করে বিজয় লাভ করে বাগমারা ব্লুমিং পাওয়ার।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক নজরুল সিকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আনচার, সচিব পঙ্কজ দত্ত ও ট‚র্ণামেন্টের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কৃত হয়েছেন লিটন, ম্যান অব্ দ্যা সিরিজ পুরস্কৃত হয়েছেন মো. সাকিব ও সেরা বোলার পুরস্কৃত হয়েছেন মো. নেজাম উদ্দীন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী বলেন, ‘খেলাধুলা হচ্ছে মন ও শরীরকে সুস্থ রাখার অন্যতম একটি মাধ্যম। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আরো বেশী উৎসাহিত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। তাই তিনি এ জায়গায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।