দেশে ২৪ ঘন্টায় করোনা আপডেট

0 416

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা আট হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৫৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৪ মার্চ) বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১২ জন, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আর একজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।

Leave A Reply

Your email address will not be published.