সহজ জয়ে ম্যানচেস্টার সিটি

0 204

প্রথমার্ধে স্বাগতিকদের জমাট বাধা রক্ষণে চির ধরাতে পারেনি ম্যান সিটি তবে দ্বিতীয়ার্ধে আর গোলপোস্ট সামলাতে পারেনি ফুলহাম। ৪৭ মিনিটে জন স্টোনেসের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

ফুলহামকে গুড়িয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা।

৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস আর ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরো।

এই গোলের মধ্য দিয়ে ৪৭০ দিন পর গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন তারকা। বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

এই জয়ে ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যান সিটি। ১৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

Leave A Reply

Your email address will not be published.