রাউজানে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামি গ্রেপ্তার
রাউজানে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ রাউজান থানার নেতৃত্বে এস আই আব্দুল হক, এএসআই ওমর ফারুক, এএসআই লাল নুন লিম বম মোঃ সোহেলসহ এক অভিযান পরিচালনা করেন।
আজ রোববার ১৪ মার্চ রাত ০০ঃ৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রাউজান থানাধীন হলুদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ছিন্নি বটতল, টিলার পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাশেদুল আলম (৪০) পিতা-মৃত আবুল বশর মাতা-মোস্তফা এর শয়ন কক্ষে বাশের মাচার(চালা) সাথে লুকানো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত ০১টি দেশীয় তৈরি এলজি, যা কালো রঙের কাঠের বাট ও ব্যারেল সহ লম্বা ১১.৫” ইঞ্চি এবং ০২(দুই) রাউন্ড তাজা গুলি সহ উদ্ধার পূর্বক জব্দ করেন।
আসামী অবৈধ ভাবে নিজ দখলে দেশীয় তৈরি অস্ত্র-গুলি রাখায় মোঃ রাশেদুল আলমের বিরুদ্ধে রাউজান থানার মামলা করা হয়।
উল্লেখ্য যে, আসামি মোঃ রাশেদুল আলম (৪০) রাউজান থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে রাউজান থানার দু’টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।