পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করতে হবে-রাষ্ট্রপতি

0 172

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,রপণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করতে হবে। খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করা খুবই জরুরি। সেজন্য খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হবে।

আজ সোমবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’। যা এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

রাষ্ট্রপতি বলেন, ভোক্তা সাধারণের অধিকার রক্ষায় বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান তাদের ওপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করবে। ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি। পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করার জন্য যে আইন রয়েছে তার পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি।

Leave A Reply

Your email address will not be published.