টিসিবির প্রি-রমজান পণ্য বিক্রি শুরু ১৭ মার্চ থেকে

0 393

পবিত্র রমজান মাসকে সামনে রেখে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ (বুধবার) স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রি-রমজানের প্রস্তুতির জন্য সারাদেশের ৪০০ ট্রাকে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল এবং পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

সোমবার (১৫ মার্চ) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এক বার্তায় এসব তথ্য জানান।

হুমায়ুন কবির জানান, প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে প্রস্তুতি শেষ করেছে টিসিবির। আগামী ১৭ মার্চ থেকে ‘প্রি-রমজান’ অর্থাৎ রমজান পূর্ব বিক্রয় ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে।

তিনি জানান,আগামী ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে ৪০০ ট্রাকের মাধ্যমে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, ৯০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারেন। টিসিবির ভ্রম্যমান ট্রাক থেকে এসব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ক্রেতারা।

Leave A Reply

Your email address will not be published.