অতিরিক্ত পাঁচ সচিবের দপ্তর বদল

0 181

অতিরিক্ত পাঁচ সচিবের দপ্তর বদল করে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। গত রোববার ১৪ মার্চ এ সংক্রান্ত আদেশ জারি করে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে স্বাস্থ্য সেবা বিভাগে, কৃষি মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. শেখ মো. রেজাউল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হককে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্যকে জনকূটনীতি অনুবিভাগের পরিচালক (মিশন) করা হয়েছে। একইসঙ্গে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.