একুশে বইমেলার স্টল নির্মাণের কাজ শেষ পর্যায়ে,উদ্বোধন ১৮ মার্চ

0 193

অমর একুশে বইমেলাকে সামনে রেখে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে পুরোদমে স্টল নির্মাণের কাজ। ইতিমধ্যে স্টল নির্মাণের কাজ শেষ পর্যায়ে। ১৮ মার্চ অমর একুশে বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।

বাংলা একাডেমি সূত্রে জানা যায়, চলতি বছরের বইমেলায় মোট ৫২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বইমেলায় লটারির মাধ্যমে ৩১টি প্যাভিলিয়নসহ ছোটবড় সব মিলিয়ে ৮০৮টি স্টল বরাদ্দ দিয়েছে। স্টলগুলোর মধ্যে ১০৬টি বাংলা একাডেমি প্রাঙ্গণে ও বাকি ৬০২টি প্রতিষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ পেয়েছে।

বিভিন্ন প্রকাশনীর কর্ণধাররা জানান, দেশে করোনা পরিরিস্থিতির কারণে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। মেলাও শুরু হচ্ছে প্রায় একমাস পর। বইমেলাকে কেন্দ্র করে পাঠক মহলের যে আগ্রহ উদ্দীপনা তা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। ১৮ মার্চ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মেলা জমে উঠবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পাঠক-প্রকাশকদের অনেকেই।

বাংলা একাডেমির পরিচালক ও বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদিও করোনা পরিস্থিতির জন্যে মেলা পেছানো হয়েছে, আশা করছি পাঠকদের সমাগমে জমে উঠবে প্রাণের বইমেলা। প্রতি বারের মতো পর্যাপ্ত লাইটিংসহ রাখা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। করোনায় সচেতনতার জন্যে প্রবেশমুখে থাকবে হাত ধোয়ার ব্যবস্থা।

Leave A Reply

Your email address will not be published.