করোনার ধকলে চট্টগ্রামে আবারো মাঠে নেমেছে ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট

0 184

করোনার ধকল এখনো শেষ হয়নি। এরই মধ্যে আবারো বাড়তে শুরু করেছে করোনার প্রকেপ। জেলা প্রশাসকের নির্দশনা দিয়ে বললেন, চট্টগ্রামে উন্মুক্ত স্থানে সবধরনের সভা-সমাবেশ এবং সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। ইনডোরে অনুষ্ঠান করলেও মানতে হবে সব ধরনের স্বাস্থ্যবিধি।

আজ সোমবার (১৫ মার্চ) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক বলেন, সম্প্রতি করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আবারো বাড়ছে আক্রান্তের সংখ্যা।আজ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবে। নগরীর কোতোয়ালী, চকবাজার, নিউ মার্কেট, বহদ্দারহাট ও আগ্রাবাদসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণকে মাস্ক পড়াসহ সবধরনের স্বাস্থ্যবিধি মানতে তারা অভিযান পরিচালনা করবেন।

চট্টগ্রামে জনসাধারনকে সচেতন করতে মাঠে কাজ করবে ম্যাজিস্ট্রেটরা। বাহিরে মাঠে কোন ধরণের উন্মুক্ত অনুষ্ঠান করা যাবে না। ইনডোরে করা যাবে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই।

তিনি বলেন, করোনা এখনো শেষ হয়নি। আমাদের আরো সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবাধি মেনে চলাফেরা করতে হবে সবসময়। জনসাধারনের বেপোরোয়া চলাফেরা করা যাবে না।

Leave A Reply

Your email address will not be published.