করোনায় ইন্তেকাল করলেন প্রফেসর সুলতানুল আলম
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন মীরসরাইয়ের কৃতি সন্তান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. সুলতানুল আলম।
গত রোববার ১৪ মার্চ রাত ৩টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।