জলাবদ্ধতায় বছরে ৫০০ কোটি টাকার পণ্য নষ্ট হয় খাতুনগঞ্জে
বাংলাদেশের বৃহত্তম পাইকারি ভোগপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এতেই জলাবদ্ধতায় বছরে নষ্ট হয় ৫০০ কোটি টাকার পণ্য।
সংশ্লিষ্টরা বলছে, জলাবদ্ধতার কারণে গত একযুগে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে দেশের ভোগ্যপণ্যের মোট পাইকারি ব্যবসা ৫০ শতাংশ থেকে অনেকাংশেই নেমে এসেছে। দুপুরে চট্টগ্রাম চেম্বারে জলাবদ্ধতায় খাতুনগঞ্জের অর্থনৈতিক ক্ষতি শীর্ষক ইউএনডিপির সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বছরে পানিতে নষ্ট হয় খাতুনগঞ্জের প্রায় ৫শ কোটি টাকার পণ্য। পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা, সরু সড়ক আর পুরনো অবকাঠামোই এজন্য মূলত দায়ী। ফলে ক্রমেই ছোট হয়ে আসছে দেশের ঐতিহাসিক এই বাজার।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও চেম্বার সভাপতি মাহবুবুল আলমসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।