গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন জাসপ্রিত বুমরাহ

0 312

বিয়ের আসরে ভারতীয় ক্রিকেট তারকা বুমেরাহ। বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছে বুমরাহরার বিয়ে নিয়ে নানান গুঞ্জন। এবার সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন জাসপ্রিত বুমরাহ। উপস্থাপিকা সাঞ্জনা গণেশনকে বিয়ে করেছেন ভারতীয় এই পেসার।

আজ সোমবার ১৫ মার্চ ভারতের গোয়ায় সাঞ্জনার সঙ্গে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। বন্ধু, পরিবার ও স্বজনদের নিয়েই সাঞ্জনার সাথে বিয়ে সেরেছেন এই ক্রিকেট তারকা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের উপস্থাপিকা হিসেবে কাজ করে থাকেন সাঞ্জনা। এর বাইরেও টেলিভেশনে বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয় সাঞ্জনা। বর্তমানে উপস্থাপক হিসেবেই কাজ করছেন।

Leave A Reply

Your email address will not be published.