কাগজের নামে ফাঁকি দিয়ে এলো সিগারেট

0 212

কাগজের নামে ফাঁকি দিয়ে আমদানির করা হলো বিদেশি সিগারেট। সিগারেটের একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

গত সোমবার ১৫ মার্চ চালানটি অনেকদিন খালাস না হওয়ায় ফোর্সড কিপ ডাউন করে কন্টেইনারে থাকা পণ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় কাস্টমস কতৃর্পক্ষ।

গেল ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আসে এই চালান। চালান থেকে ২৪ হাজার ৯৯০ কার্টনে ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা ওরিস ও মন্ড ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। অঘোষিত এই চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কিভাবে কাগজের নামে এই ফাঁকি দেওয়া হলো।

উল্লেখ্য, জেকে স্টেশনারি নামে একটি প্রতিষ্ঠান এ-ফোর সাইজের অফসেট কাগজ আমদানির বদলে এই চালান আনা হয়।

Leave A Reply

Your email address will not be published.