ওয়াল্টন মহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট
ওয়াল্টন মহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা মহিলা হকি দলের ফলাফল।
বাংলাদেশ হকি ফেডারেশন ডেভলপমেন্ট কমিটি কর্তৃক আয়োজিত ওয়াল্টন মহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট-২০২১ এ প্রথম বারের মত চট্টগ্রাম জেলা দল অংশগ্রহণ করে প্রথম খেলায় যশোর জেলা দলের সাথে ৩-০ গোলে চট্টগ্রাম জেলা দল পরাজিত হয়।
আজ গত বারের রানার্স আপ নড়াইল জেলা দলের বিপক্ষে খেলবে চট্টগ্রাম জেলা দল।