সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুনের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন বাঙালির কান্ডারি শেখ মুজিবুর রহমান। চার বোন এবং দুই ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।
আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী।
মুজিব মানেই বাংলাদেশ, বাঙালির অহংকার। টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া শেখ মুজিবুর রহমান কালের পরিবর্তনে হয়ে উঠেছেন বাঙালির স্বাধীনতার কান্ডারি। দেশ স্বাধীনের আন্দোলনে পটভূমিজুড়েই স্মৃতি হয়ে আছেন রাজনীতির এই বীরপুরুষ।