ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আগুন

0 221

ঢাকা মেডিকেল হাসপাতালে নতুন ভবনের তৃতীয় তলায় আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ যানা যায়নি।

আজ বুধবার ১৭ মার্চ সকালে কোভিড আইসিইউতে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপরই আইসিইউ থেকে সকল রোগী স্থানান্তরের পর ৩ জন রোগী মারা যায়।

ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তারা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.