দেশের আকাশে বিমানবাহিনীর উড্ডয়ন শৈলীতে জন্মশতবার্ষিকীর ১০০
আকাশে যেন যাদুর খেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বিমানবাহিনী সৃষ্টি করল অনন্য বিষ্ময়।
বুধবার ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সকালে বাংলাদেশ বিমানবাহিনী এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলীতে ৫৬টি বিমানের মাধ্যমে দেশের আকাশে ফুটিয়ে তুলেছে ১০০ সংখ্যাটি।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমানবাহিনীর বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে ১০০ তৈরির এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
দেশে ৫৬ টি যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান তিন ভাগে ভাগ হয়ে দেশের বিভিন্ন স্থানে এই প্রদর্শনীতে অংশ নেয়।