কোন বাটপার নেতার রাজনীতি আমি করি না-কাদের মির্জা

0 238

কোন বাটপার নেতার রাজনীতি আমি করি না। আমি সময়কে গুরুত্ব দেই। কোন বাটপারের পেছনে রাজনীতি করে সময় নষ্ট করতে চাই না। আমু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি বঙ্গবন্ধুর শিখানো রাজনীতি করি।

বুধবার ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর জন্মদিনে বসুরহাটে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেয়ার সময় শেখ হাসিনার উন্নয়নের প্রসংশা করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা। তবে তাঁর ভাষ্য অনুযায়ী ওই ‘বাটপার’ নেতা কে, তা তিনি উল্লেখ করেননি।।

তিনি বলেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবির ওসি, ইউএনও, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি তদন্তের প্রত্যাহার না হলে এলাকায় শান্তি আসবে না।

এসময় কাদের মির্জা আরো বলেন, আমি কাউকে ভয় করি না। গত কয়েক দিনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিনে আমার আয়োজিত সব অনুষ্ঠান প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। আমি ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করব।

Leave A Reply

Your email address will not be published.