চট্টগ্রামে বর্ণালি আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

0 225

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশের মতো চট্টগ্রামেও নেয়া হয়েছে বর্ণালী প্রস্তুতি। চট্টগ্রামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

আজ বুধবার ১৭ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য অহংকার। শেখ মুজিবুর রহমান এনে দিয়েছে বাঙালির স্বাধীনতা। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এদিকে সকালে নগরীর টাইগার পাসে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা, এম রেজাউল করিম চৌধুরী। পরে সকার ১০ টায় নগরীর জিমনেসিয়াম মাঠে সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির অধিকার আদায়ে লড়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা, র‍্যালি করা হয়। এসময় মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।

এছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।

Leave A Reply

Your email address will not be published.