রাউজানে ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

0 282

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে জন্মশতবার্ষিকী।

সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার মাধ্যমে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। এরপর দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক, আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাবু, সহ সভাপতি নুরুল আলম মেম্বার, শাহ আলম বাদশা, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাবের হোসেন, সাধারণ সম্পাদক আসাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মিঠু শীল, মোহাম্মদ মনসুর, শীতল শীল, হারাধন দে, ছাত্রনেতা জমির উদ্দিন, জাবেদ, শরীফুল হক মুন্না, লিটন দেবনাথ, মোহাম্মদ লোকমান, তীর্থ ধর, মোহাম্মদ জাশেদ, মোহাম্মদ তৌহিদ সহ অন্যান্য আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.