চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে বিদেশি পর্যটকের মরদেহ উদ্ধার

0 177

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সাইফ আম্মর (৩৮) নামে বিদেশি পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) এশিয়ান এসআর আবাসিক হোটেলে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশের নাগরিক সালাউদ্দিনের সঙ্গে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন সাইফ আম্মর। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ নেজামউদ্দীন, বিদেশি পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এখনো মৃত্যুর কারণ সম্পকে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে বিস্তারিত তথ্য।

Leave A Reply

Your email address will not be published.