অমর একুশে বইমেলা শুরু হলো আজ

0 356

দেশে করোনা পরিস্থিতির কারণে প্রায় এক মাস পিছিয়ে নেওয়া হয়েছে অমর একুশে বইমেলা। দীর্ঘ প্রতিক্ষার পর পাঠকরা নিতে পারবে নতুন বইয়ের ঘ্রাণ। জমে উঠবে প্রাণের মেলা।

আজ বৃহস্পতিবার ১৮ মার্চ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ভাষার মাস ফেব্রুয়ারির বইমেলা পিছিয়ে এবার হতে যাচ্ছে স্বাধীনতার মাস মার্চে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার ১৮ মার্চ বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ‘অমর একুশে বইমেলা ২০২১’ উদ্বোধন ঘোষণা করবেন। একই সাথে অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মেলার গেইট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’র ইংরেজি অনুবাদ ‘new china 1952’ মোড়ক উন্মোচন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।

আয়োজকরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে এবার মেলায় থাকছে না শিশু প্রহর। রয়েছে ঝড়-বৃষ্টির শঙ্কাও। দেশে করোনা মহামারি বেড়ে যাওয়ায় কতদিন মেলা চলবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মেলার আয়োজকরা বলছেন, করোনা মহামারি বেড়ে গেলে যেকোনো সময় স্থগিত হতে পারে বইমেলা।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, নিরাপত্তার জন্য মেলাজুড়ে তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। করোনার জন্যে বইমেলায় স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে মেলায় প্রবেশ ও অভ্যন্তরে প্রত্যেক ব্যক্তির মুখে সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা কাজ করবে এবং মেলার প্রতিটি প্রবেশমুখে জীবানুনাশক ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে।

বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

Leave A Reply

Your email address will not be published.