চকবাজার ওর্য়াড আওয়ামীলীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

0 164

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ১৭ মার্চ বিকেল চারটায় কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ের হল রুমে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রমজুর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চু’র সঞ্চালনায় জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়।

আলোচনা সভা শেষে, শিশু কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে ১০১ টি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিস্তারিত আলোকপাত করেন চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক একে. এম আনিসুজ্জামান, কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল আনোয়ার মান্নান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাপাসগোলা ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম রহমান, সহ-সভাপতি বাহার উদ্দিন খাঁন, জয়নগর ইউনিট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাফিজ ইমতিয়াজ সানজু, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাবু কাজল প্রিয় বড়ুয়া, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য মুজিব ইমরান বিপ্লব, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা বিপ্লব বর্ধন, রাজীব কান্তি দে সম্ভু, মোহাম্মদ বেলাল, ইসমাইল কাউছার বাদশা, জয়া চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করেন সাদিয়া ইসলাম নিহা, আমির হামজা রিহান, তিশা চৌধুরী, নুর ইমরান স্বাগত, মৌনতা মরিয়ম আন্নুসা, ইসরাফিল রহমান সামিন, ইসরাক, আনিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.