কাউন্সিলর গোলাম হায়দার মিন্টুর ইন্তেকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর শোক
চকবাজার ১৬ নাম্বার ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর ইন্তেকালে শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে বলেন, জনাব সাইয়েদ গোলাম হায়দার মিন্টু চট্টগ্রামের চকবাজারের কাউন্সিলর, তিনি আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি সাত বার নির্বাচিত হয়েছিলেন যখন থেকে কমিশনার নির্বাচন, বিপুল জনপ্রিয়তা নিয়ে চকবাজার ওয়ার্ডে বারবার নির্বাচিত হয়ে অপরাজেয় হিসাবে রেকর্ড গড়েছিলেন। কমিশনারের পরে কাউন্সিলর হয়েছেন, কিন্তু বিজয়ী সবসময় হয়েছেন।
তিনি বলেন, আরেকটি বিষয়ে তিনি বিজয়ী ছিলেন, রাজনীতিতে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তিনি একজন উদাহরণ। নিরামিষ ভোজি ছিলেন, গান্ধীর অহিংস নীতির প্রতি তার অত্যন্ত শ্রদ্ধাবোধ ছিলো, সাধারণ মানুষের খুব কাছে থাকতেন। খুব মার্জিত ভাবে কথা বলতেন, মানুষের সেবায় নিজেকে আজীবন বিলিয়ে দিয়েছিলেন তিনি।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন উনাকে বেহেশতে নসিব করুন আর আমাদেরকে উনার মত রাজনৈতিক এবং সামাজিক নেতা এই প্রজন্মের মাঝে উপহার দিন আগামী দিন গুলোতে। পেশী আর বিত্ত নির্ভর রাজনীতির সংস্কৃতিতে জনাব মিন্টু একটি সরব প্রতিবাদ হিসেবে আমাদের মাঝে বেচে থাকবেন আজীবন।