ফোনের পর এবার সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির খান

0 492

amir khan

আগেই মোবাইল ছেড়েছিলেন, এবার সোশ্যাল মিডিয়া ছাড়লেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। নিজের ৫৬তম জন্মদিনের একদিন পর এমন ঘোষণা দিয়েছেন বলিউডের এই খান।
এক বিজ্ঞপ্তিতে ভক্তদের উদ্দেশে আমির খান বলেছেন, ‘জন্মদিনে আমাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার মন ভরে গিয়েছে। েএবং এটা সোশ্যাল মিডিয়ায় তার শেষ পোস্ট বলেও জানান তিনি। াআরো বলেন সোশ্যাল মিডিয়ায় তিনি একটু বেশিই সক্রিয়, তাই এই ভণ্ডামি ত্যাগ করছেন। তবে ভক্তদের সাথে আগে যেভাবে যোগাযোগ রাখতেন, সেভাবেই রাখবেন বলে জানা যায়। ৈেএই সূত্রে জানা যায় আমির খান প্রোডাকশনস একটি অফিশিয়াল চ্যানেল শুরু করেছে< ভবিষ্যতে সেখানে আমির খান ও তার সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। নাম akppl.official। সবার জন্য অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নেন এই অভিনেতা’।

Leave A Reply

Your email address will not be published.