কারাগারে পাঠানো হলো লেডি কিশোর গ্যাং লিডারকে

0 294

কারাগারে পাঠানো হলো লেডি কিশোর গ্যাং লিডারকে। লেডি কিশোর গ্যাং লিডার তাহসিনা সিমিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ মার্চ) ৩ দিনের রিমান্ড শেষে সিমিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন, মামলার তদন্ত কর্মকর্তা নগরীর পতেঙ্গা থানার এসআই মহিউদ্দিন চৌধুরী। এর আগে গত রোববার সিমিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চট্টগ্রামের পতেঙ্গা নেভাল বিচ এলাকায় এক তরুণীকে মারধরের একটি ভিডিও গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন ওয়াসিফা চৌধুরী অর্না নামের এক তরুণী। পরে তাহমিনা সিমিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.