চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

0 226

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  পালিত হয়েছে।

গত বুধবার (১৭ মার্চ)  বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর শততম বার্ষিকীর রাষ্ট্রিয় ভাবে পালিত হওয়ার অংশ হিসেবে কেক কেটে জাতির জনককে স্মরণ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন,  বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজ গুলো সম্পন্ন করার নামই হলো বঙ্গবন্ধুকে ধারণ করা।  জীবনের প্রতিটি কাজে জাতির জনককে ধারণ করতে পারলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।  খেলাধুলায় জাতির জনকের অবদান অনস্বীকার্য। উনার দেখিয়ে যাওয়া পথে হেঁটেই দেশের ক্রীড়াঙ্গন অনেক দ্রুত এগিয়ে এসেছে।  ক্রীড়াতে দেশ বিদেশে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে।

এসময় উপস্তিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মুহাম্মদ সিরাজ উদ্দিন, সিজেকেএসের সহসভাপতি  মোহাম্মদ হাফিজুর রহমান, সিজেকেএসের নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান,   বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক  নুজরুল ইসলাম লেদু, সাংবাদিক মোহাম্মদ ফারুক, এজেটএম হায়দার, সুমন গোস্বামী,  রুপম চক্রবর্তী, কাউন্সিলর কাজী মোহাম্মদ জসিম উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.