সারা দেশে ৮৫ হাজার ল্যাপটপ পাবে ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান
ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে দেশ। পরিবর্তন হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থারও। এবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫ হাজার ল্যাপটপ বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার ১৮ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ টাকা। সারাদেশের ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যে ওয়েব ক্যামেরাসহ ৮৫ হাজার পিস ল্যাপটপ প্রদান করবে সরকার।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্যে ৮৫ হাজার ল্যাপটপ, ৫ হাজার ওয়েব ক্যামেরা, ৫ হাজার রাউটার ও ৫ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অগ্রযাত্রা আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।