১০ সাহিত্যিক গ্রহণ করলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১
বই মেলার পর্দা উঠেছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ী সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দেন।
আজ বৃহস্পতিবার ১৮ মার্চ বিকেলে বাংলা একাডেমিতে ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। বাংলা একাডেমির দেয়া এই সাহিত্য পুরস্কার ২০২১ গ্রহণ করলেন দেশের ১০ জন সাহিত্যিক।
বাংলা একাডেমির সভাপতি সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব বদরুল আরেফিন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন, কবিতায় কবি মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ সাহিত্যে বেগম আখতার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধে সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী বিভাগে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে হাবিবুল্লাহ পাঠান পুরস্কার গ্রহণ করেন।