করোনার সংক্রমণ বাড়ছে চট্টগ্রামে, নতুন আক্রান্ত ২০০

0 220

 গেল ২৪ ঘন্টায় বন্দর নগরী চট্টগ্রামে ১ হাজার ৮৪৩টি পরীক্ষায় নতুন করে করোনায় ২০০ জন আক্রান্ত হয়েছে। তবে আশার খবর এতে কেউ মৃত্যুবরণ করেনি।

 সিভিল সার্জন কার্যালয় থেকে  ২০ মার্চ শনিবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ২০০ জন নতুন শনাক্ত হয়েছেন, এর মধ্যে নগরে ১৬৯ এবং উপজেলায় ৩১ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৪৪০ জন, তার মধ্যে মোট মৃত্যুর  ৩৮৩ জন।

তাপমাত্রা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মানতে ‘অনীহার’ কারণেই করোনাভাইরাসের সংক্রমণ এখন বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ পরিস্থিতিতে সংক্রমণ থেকে রক্ষা পেতে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দেয়ার পাশাপাশি সতর্কভাবে চলাফেরা, জনসমাগম পরিহার এবং যেকোন আয়োজন-অনুষ্ঠান সীমিত পরিসরে করার আহ্বান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.