নিউ জিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ

0 193

ক্রীড়া প্রতিবেদক:

হা্ড্ডাহা্ড্ডি লড়াইয়ের আশায় নিউ জিল্যান্ডের মাঠে নেমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাত্তাই পায়নি তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।  আজ (শনিবার) ডানেডিনে প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে তারা।

টস হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়ে কিউই বোলার নিশাম, হেনরি ও বোল্টের সামনে খেই হারিয়ে তামিমরা ৪১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৩১ রানে।  বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই রানের খাতা খোলার ক্ষেত্রে সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে । দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান মুশফিকুর রহিমের। এছাড়া লিটন দাস ১৯, অভিষিক্ত মেহেদী হাসান ১৪, তামিম ইকবাল ১৩, তাসকিন আহমেদ ১০ ও মোহাম্মদ মিঠুন করেছেন ৯ রান।

কিউইদের বাঁহাতি পেসার বোল্ট ৮.৫ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। অন্যদের মধ্যে দলের হয়ে ৮ ওভার করে বোলিং করে নিশাম ২৭ রান ও স্যান্টনার ২৩ রান দিয়ে শিকার করেন ২টি করে উইকেট। হেনরি ৯ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে  ১৭২ বল ও ৮ উইকেট হাতে রেখে মাত্র ২১.২ ওভারে জয় পেয়ে যায় কিউইরা ।

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে এখনও জয়ের দেখা নেই বাংলাদেশের। তিন সংস্করণ মিলিয়ে খেলা ২৬ ম্যাচে হারের ‘বোঝা’ মাথায় নিয়ে ডানেডিনে ইতিহাস পাল্টানোর যে মিশনে নেমেছিল, সেটি ব্যর্থ। উল্টো হারের সংখ্যাটা আরও বাড়লো টাইগারদের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪১.৫ ওভারে ১৩১ (মাহমুদউল্লাহ ২৭, মুশফিক ২৩, লিটন ১৯, মেহেদী ১৪, তামিম ১৩, তাসকিন ১০; বোল্ট ৪/২৭, স্যান্টনার ২/২৩, নিশাম ২/২৭)।

নিউজিল্যান্ড: ২১.২ ওভারে ১৩২/২ (নিকোলস ৪৯*, গাপটিল ৩৮, কনওয়ে ২৭, ইয়াং ১১*; তাসকিন ১/২৩, হাসান ১/৪৯)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট।

 

 

Leave A Reply

Your email address will not be published.