চট্টগ্রাম মেরিটাইম মিউজিয়ামে শেষ হলো অপ্সরা বিউটি একাডেমি আয়োজিত নারী উদ্যোক্তা মেলা

0 301


দেশের অগ্রযাত্রায় নারী উদ্যোগক্তারা আগের তুলনায় এগিয়ে এসেছে অনেক। বিশেষ করে করোনার সময়ে ঘরে বসেই নারীরা তৈরি করেছে বিভিন্ন ধরণের শৈল্পিক পোশাক ও নকশিকাঁথার।

দেশে হাতের তৈরি পোশাক ও পিঠার চাহিদা বাড়াতে নারী উদ্যোগক্তারা কাজ করে যাচ্ছে এসব হস্তশিল্প নিয়ে। সম্প্রতি দেশের নানা জায়গায় হচ্ছে নারী উদ্যোগক্তা মেলা।

আজ ১৯ মার্চ চট্টগ্রাম নগরীর নেভী মিউজিয়াম প্রাঙ্গণে ” অপ্সরা বিউটি একাডেমি আয়োজনে তিনদিনব্যাপী ” ঈদ এক্সিবিশন মেলা” শেষ হলো।

এতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান ও নারী উদ্যোগক্তারা তাদের হাতের তৈরি নানান পোশাক, আচার, পিঠা ও নকশিকাঁথা নিয়ে সাজিয়েছে হরেকরকমের স্টল।

আয়োজকরা বলেন, আমরা প্রথম বারের মতো নারী উদ্যোগক্তা মেলার আয়োজন করেছি। এতে অনেক প্রতিষ্ঠান যেমন অংশগ্রহণ করেছে, তেমনি এসেছে অসংখ্য ক্রেতা ও দর্শক। আমরা এবার আয়োজন করে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে আরো বড়ো পরিসরে মেলার আয়োজন করবো।

Leave A Reply

Your email address will not be published.