নতুন টুল ইউটিউবে নির্মাতাদের জন্য

0 258
নতুন টুল ইউটিউবে নির্মাতাদের জন্য

অর্থ আয়ের পথকে আরও সহজ করে দিতে নতুন টুল নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব ।

এ টুলটি নিজে থেকে ভিডিও পরীক্ষা করে কনটেন্ট নির্মাতাকে জানিয়ে দেবে সম্ভাব্য কোনো কপিরাইট দাবি উঠতে পারে কি না।

এতে করে ভিডিও প্রকাশের আগেই বিজ্ঞাপন নিষেধাজ্ঞার মুখে পড়ার হাত থেকে বাঁচার সুযোগ পাবেন নির্মাতারা।

গুগল মালিকানাধীন স্ট্রিমিং সেবা ইউটিউব নিজেদের নতুন টুলটির নাম দিয়েছে ‘চেকস’।

ইউটিউব স্টুডিও ডেস্কটপের আপলোড প্রক্রিয়াতেই মিলবে নতুন টুলটি।

যদিও এতদিন কপিরাইট লঙ্ঘনের চিন্তা ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেন নির্মাতারা।

 

Leave A Reply

Your email address will not be published.