দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব: ওবায়দুল কাদের

0 195

দেশী ডেস্ক

শেখ হাসিনার সরকারকে হটানোর দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২১ মার্চ) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে রয়েছি। কিন্তু আমরা রাজপথ কখনো ছাড়িনি। দেশে-বিদেশে আমাদের সরকার হটানোর গভীর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিবস এই হোক আমাদের প্রতিজ্ঞা।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সভা সঞ্চালনা করেন।

Leave A Reply

Your email address will not be published.