দুদকে পিকে হালদারের সহযোগী শুভ্রা

0 306

আজ সোমবার (২২ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে তাকে দুদকের প্রধান কার্যালয় আনা হয় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের আরেক সহযোগী শুভ্রা রানী ঘোষকে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ওকায়ামা লিমিটেডের নামে ৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি তিনি। পিকে হালদারের সহযোগী ও ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক শুভ্রা রানী ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পিকে হালদারের সহযোগী ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময়ে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল সোমবার তাকে গ্রেফতার করে।

Leave A Reply

Your email address will not be published.