নগরীতে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক হত্যা

0 342
নগরীতে ছুরিকাঘাতে পোশাকশ্রমিক হত্যা

চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার ওয়াসা গলিতে শফিকুল ইসলাম শরীফ (২০) নামের এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

২২ মার্চ (সোমবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

তিনি বলেন, ২১ মার্চ (রবিবার) সন্ধ্যায় পতেঙ্গার ওয়াসা গলি এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার ভোরে মারা যান শরীফ।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, নিহত শরীফ নেত্রকোনার কেন্দুয়া থানার আবুল কালামের ছেলে। আগে পোশাক শ্রমিকের কাজ করতেন। কিছু দিন বাড়িতে থেকে আবার কাজের উদ্দেশে চট্টগ্রামে এসেছেন।

আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, টাকা দেনা-পাওনার বিষয় নিয়ে ঘটনাটি ঘটছে। তবে বিস্তারিত জানার চেষ্টা করছি এখনও। এছাড়া শরীফকে কারা ছুরিকাঘাত করছে তা উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ময়নাতদন্তের জন্য শরীফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার অলক বিশ্বাস বলেন, শরীফকে কে বা কারা ছুরিকাঘাত করেছে তা এখনও জানা যায়নি।

যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.