মামলা হলো নাসির-তামিমার বিরুদ্ধে

0 265

গত মাস থেকেই জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা তাম্মির বিয়ে নিয়ে ব্যপক তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া পাড়ায়। ক্রিকেটার নাছির আর সদ্য স্ত্রী হওয়া তামিমার বিরুদ্ধে এসেছে নানান অভিযোগ। এসব সমালোচনাকে পেছনে ফেলে দাম্পত্য জীবনে পা রাখলেন এই যুগল।

এবার মামলা হলো নাছির তামিমার বিরুদ্ধে। বুধবার দুপুরে নিম্ন আদালতে তামিমার স্বামী মো. রাকিব হাসান মামলাটি দায়ের করেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তালাক না দিয়ে বিয়ে করায় তামিমা ও অন্যের স্ত্রীকে বিয়ে করায় নাসিরের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে উল্লেখ করা হয়, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়েছিল। তাদের ৮ বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব এবং ধর্ম মন্ত্রণালয় সচিব বরাবর লিগ্যাল নোটিশটি পাঠানো হয়। যেখানে সংশ্লিষ্ট দপ্তর থেকে নোটিশে সংযুক্ত সমস্যা সমূহের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। ওই লিগ্যাল নোটিশে স্পষ্টভাবে আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধও জানানো হয়ে। যা নোটিশটি হাতের পাওয়ার পর থেকে গণনা করা হবে।

এমন অপরাধ দমনে একটি পদক্ষেপ নিতে বলা হয়েছে ওই লিগ্যাল নোটিশে। আইনজীবী ইশরাত হাসান জানান, যদি এই সময়ের মধ্যে কোনও ব্যবস্থা নেয়া না হয় তাহলে হাইকোর্টে রিট করা হবে।

Leave A Reply

Your email address will not be published.