নতুন মাইলফলকে তামিম ইকবাল
ক্রাইস্টচার্চে সিরিজ বাঁচাতে লড়ছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে লাল-সবুজরা।
মঙ্গলবার ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। দলীয় এক রানে উইকেট হারায় বাংলাদেশ।দ্বিতীয় ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন লিটন দাস। চার বল খেলে শূন্য হাতে ফিরে যান ডান-হাতি এই ওপেনার।
ওয়ানডে ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে পঞ্চাশটি অর্ধশতক তুলে নিলেন টাইগার অধিনায়ক। এরপর তামিম-সৌম্যর ৮৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে টাইগাররা। তবে ৪৬ বলে ব্যক্তিগত ৩২ রান তুলে মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান সৌম্য সরকার।
৮৮ বলে ৫৯ রান করেছেন তামিম ইকবাল। ১২ বলে ৬ রান করে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ২৫ ওভার পর ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৭ রান।