স্বাধীনতা দিবসে চসিকের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

0 189

চট্টগ্রাম সিটি কর্পোরেশন  ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহন করেছে।

আজ বুধবার ২৪ মার্চ সিটি কর্পোরেশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবসে কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বধ্যভূমি পাহাড়তলী জাকির হোসেন রোডের স্মৃতিসম্ভ পুস্পস্তবক অর্পণ করবেন।

এরপর সকাল সাড়ে ১০টায় কর্পোরেশনের টাইগারপাসস্থ নগর ভবনে গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। একই দিনে চসিক পরিচালিত মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে মিলাদ ও বিশেষ মোনাজাতের পাশাপাশি রাত ৯ টা থেকে ৯:০১ মিনিট পর্যন্ত ০১ মিনিটের জন্য নির্ধারিত স্থান সমূহে প্রতিকী ব্ল্যাক-আউট করা হবে। ৯টা ৫ মিনিটে গণহত্যা দিবস ও শহীদদের স্মরণে জাকির হোসেন রোডস্থ পাহাড়তলী বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করা হবে।

স্বাধীনতা দিবসে কমৃসূচির দ্বিতীয় দিন ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে কর্পোরেশনের টাইগার পাসস্থ নগর ভবন, আন্দরকিল্লাস্থ আঞ্চলিক কার্যালয়, জোন-৬, ওয়ার্ড অফিস ও কর্পোরেশন আওতাভুক্ত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা ও কর্পোরেশনের পতাকা উত্তোলন। একই দিনে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক ও সকাল ৮ টায় বাটালি হিল টাইগার পাস নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

পরে সকাল ৯ টায় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে থাকছে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ১০টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা (স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক) অনুষ্ঠিত হবে।

একই সময়ে জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় কর্পোরেশনভুক্ত মসজিদ-মাদ্রাসায় মিলাদ ও বিশেষ মোনাজাত,মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা (স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক) করা হবে।

জাতীয় দিবস উপলক্ষে চসিকের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে ১০ দিনব্যাপী আলোক সজ্জা চলমান ও ফোয়ারা সচল থাকবে। কর্পোরেশনভুক্ত হাসপাতাল সমূহের সকল বহিঃবিভাগে ও ওয়ার্ড স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকবে।

Leave A Reply

Your email address will not be published.