বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাউজানে অনুষ্ঠিত হলো অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাউজানের দক্ষিণ হিংগলা অনির্বাণ ক্লাব আয়োজন করেছে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক আলহাজ্ব সাইফুদ্দিন চৌধুরী সাবু।
উদ্বোধনী বক্তব্যে ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাবু বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন তরুণদের খেলার প্রতি আগ্রহ বাড়াবে। ক্রীড়ামোদী হয়ে উঠবে রাউজানের তরুণ প্রজন্ম।
অনুষ্ঠানে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মো সাবের হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ওবাইদুল হক চৌধুরী মাহমুদ, মো নাজিম উদ্দিন, মো আসাদ হোসেন, মো সাজ্জাদ মাহমুদ, মো নাছির উদ্দিন, মো আরমান সিকদার, মো মোরশেদ আলমসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।