চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ট্রাক এবং কনটেইনারবাহী লরি সংঘর্ষে ট্রাক চালক ও তার সহকারী নিহত হন।
২৪ মার্চ (বুধবার) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মো. মাহবুব (৩২) নওগাঁ থানার দোলগাছি এলাকার মো. মোতালেবের ছেলে ও তার সহকারী মো. হাবিল (২১) সান্তাহার থানার বানগাঁও এলাকার মনির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামমুখী কনটেইনারবাহী লরি ও একইমুখী পাথরবোঝাই ট্রাক মহাসড়কের চাড়ালকান্দি পিএইচপি গ্লাস ফ্যাক্টরির সামনে পৌছাঁলে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী নিহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রুহুল আমীন বলেন, এ দুর্ঘটনার নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি ও ট্রাক দুটি আটক করে থানায় রাখা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।