সুপারস্টার আমির খান করোনাক্রান্ত
বলিউড সুপারস্টার আমির খান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ের ব্যান্দ্রায় নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন।
জানা যায়, করোনাভাইরাসের সবরকম স্বাস্থ্যবিধি মেনেই কোয়ারেন্টাইনে আছেন আমির। সে এখন পর্যন্ত ভালোই আছে।
বলিউড পাড়ায় করোনা আক্রান্তদের মধ্যে আমির খান সর্বশেষ সংযোজন। লাল সিং চাড্ডা সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই এই দুঃসংবাদটি পেলেন তিনি।
এক বিবৃতিতে আমিরের মুখপাত্র জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।
তিনি তার বাড়িতেই কোয়ারেন্টাইন পালন করছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন দ্রুত করোনা টেস্ট করিয়ে ফেলার অনুরোধ জানাচ্ছি।