দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরীর ইন্তেকাল

0 156
দৈনিক মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী।

দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জাকারিয়া চৌধুরী ১৯৩৩ সালের ১৮ নভেম্বর ভারতের আসাম প্রদেশের শিবসাগরে জন্মগ্রহণ করেন। জাকারিয়া চৌধুরী ভাষা আন্দোলনে অংশ নেন এবং মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। জাকারিয়া চৌধুরীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে।

জাকারিয়া চৌধুরী ১৯৩৩ সালের ১৮ নভেম্বর ভারতের আসাম প্রদেশের শিবসাগরে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন কেটেছে মেঘালয়ের রাজধানী শিলং ও করিমগঞ্জে, তারপর সিলেটে। তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান ডিগ্রি অর্জন করেন।

Leave A Reply

Your email address will not be published.