একুশে বইমেলায় আরকানুল ইসলামের উপন্যাস ‘অলসপুরে সোনার কলস’

0 478

এই বইয়ের আগেও পাঠক হৃদয়ে সাড়া ফেলেছে লেখক আরকানুল ইসলামের প্রকাশিত হওয়া ৬টি কিশোর উপন্যাস । কিশোর উপন্যাস বলা হলেও লেখকের গল্প টেনেছে সব মহলের পাঠক।

উপন্যাসের পাতায় পাতায় নানান রহস্যে  ভরা। এই রহস্যের টানে পড়ে পাঠকের অজান্তেই শেষ হয় পুরো বই। তবে শেষ নয়, এবার পাঠক শুরু করবে লেখকের নতুন উপন্যাস- অলসপুরে সোনার কলস।

একুশে বই মেলায় প্রকাশিত এই কিশোর উপন্যাসে লেখক শুধু গল্প বলেছেন তা নয়। গল্পের পট-পরিবর্তনের সাথে তুলে এনেছেন একটি পরিবারের বন্ধন, কুসংস্কার থেকে দূরে থাকা, একজন অসহায় নারীর স্বাবলম্বী হয়ে ওঠার গল্প, প্রতারক চক্র থেকে রক্ষা পাবার কৌশল, তরুণ-যুবকদের একতাবদ্ধ হয়ে সমাজোন্নয়ন, শিক্ষার গুরুত্ব, পাঠাগার প্রতিষ্ঠাসহ নানান জীবনের গল্প।

লেখকের কিশোর উপন্যাস ‘অলসপুরে সোনার কলস’ পাওয়া যাবে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পাললিক সৌরভের ২৪ নম্বর স্টলে।

বইয়ের ধরণ-কিশোর উপন্যাস
লেখক-আরকানুল ইসলাম
প্রকাশনী-পাললিক সৌরভ
প্রচ্ছদ- উত্তম সেন
স্টল নম্বর- ২৪

Leave A Reply

Your email address will not be published.