বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর ইন্তেকাল

0 224

চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা  জাহেদ হোসেন চৌধুরী বাবুর পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চৌধুরী (৮৫) ২৬ মার্চ, শুক্রবার সকাল ৯ টার সময় নগরীর টিটমেন্ট হাসপাতালে  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাজা ঐদিন বাদে আছর চন্দনাইশ পৌরসভা পশ্চিম হারলা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর জানাজায় বক্তব্য রাখছেন জাহেদ হোসেন চৌধুরী বাবু।

মরহুমের ইন্তেকালে স্থানীয় আলহাজ নজরুল ইসলাম এমপি, উপজেলার চেয়ারম্যান আলহাজ আবদুল জব্বার চৌধুরী, পৌরমেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি কায়সার উদ্দিন চৌধুরী,  আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, মহাসচিব আলমগীর বঈদী, কাউন্সিল হেলাল উদ্দিন চৌধুরীসহ পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.